শিশুদের সাথে এবার নতুন বছর শুরু করবে স্বপ্ন পরিবার
আমাদের আবেগ আর কিছু মানুষের আশার নাম
"স্বপ্ন ফাউন্ডেশন"
আমাদের উদ্দেশ্য, সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্য করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া। এই সংস্থা আর্ত মানবতার জন্য কাজ করছে, দারিদ্র্য হ্রাস এবং বাংলাদেশের প্রতিটি শিশুর শিক্ষার নিশ্চিতকরণ সম্বলহীন দরিদ্র মানুষের খাদ্য, আশ্রয়, কাপড়, ওষুধ সরবরাহ করে মৌলিক মানবাধিকার রক্ষা করার চেষ্টা করছে এই সংস্থা!
♦আমাদের প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হয়েছিল ২০১৭ সালের ১৪ ই জুন, জিগাতলায় ৩০ টি অসহায় শিশু অার ২০ জন এতিম শিশু মোট ৫০ জনের ইফতারের আয়োজন করা হয়েছিল
♦বগুড়া রেলওয়ে স্টেশনে শীর্তাতদের মাঝে ২৫ টির মত কম্বল বিতরণ করা হয় এবছরের ২৩ জানুয়ারি!
♦ একটি পথশিশু স্কুল এর প্রতিষ্টাতা অাব্দুর রহিম কে ২০ টি স্কুল ব্যাগ, ২০ টি ৩ দিস্তা করে খাতা, ২০ টি কলম,পেন্সিল,রাবার,অার স্কুল একটা বোর্ড প্রায় ৩৫০০ টাকার মত সামগ্রী প্রদান করা হয়!
♦ ৫ম শ্রেশি ছাত্র জাহিদ বয়স ১১ ( সম্ভাব্য) পরিবার হীন শিশুটির বোর্ড পরীক্ষা বাবদ ২ হাজার টাকা প্রদান, এবং পরবর্তী পড়াশুনা বাবদ মাসিক হারে আর্থিক দায়িত্ব নেওয়া হয়! ইনশাআল্লাহ ভাবে আরো শিশু বাড়ানোর চেষ্টা করবো এই প্রকল্পে!
সংগঠনের সদস্যেরা এবং ডোনার দের সহযোগীতায় আমরা আমাদের কাজগুলো করে যেতে পারছি!
নতুন সংগঠন হিসেবে এখন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে এতটুকু আগাতে পেরেছি! ফাউন্ডেশনের প্রচার নয়! তুলে ধরতে চাইছি অসহায় মানুষের কাছে আমাদের পৌঁছানোর চেষ্টা! এখন তার মাধ্যম অথবা নাম যাই হোক না কেন! এবার বাকি মূল্যায়ন টুকু আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনাদের সকলের সহযোগীতা ছাড়া এই বঞ্চিত অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব নয়! আসুন আমরা সকলে মিলে সম্বলহীন মানুষের বেচে থাকার অবলম্ব হয়ে দাড়াই!
প্রত্যেক দিনের বিলাসিতা ভাগের খুব ছোট্ট একটু ছাড় দিয়েই, উচ্চাকাঙ্ক্ষার বেড়াজাল ভেঙে একটু নেমে মানবিকতার কাতারে দাড়ালেই, দারিদ্রতার মর্ম পীড়নে থাকা রক্তমাংসে গড়া মানুষ গুলোর আশা হয়ে পাশে থাকতে পারি!
একটু ত্যাগ, অজস্র দোয়া, ভালোবাসা আর তৃপ্তির হাসি নিয়ে আমাদের চারপাশ হয়ে উঠুক বৈষম্যহীন!
যদি কেউ মানবিকতার সেবায় নিজেকে নিয়োগ করতে চান আমাদের সাথে যোগ দিতে পারেন, এগিয়ে আসতে পারেন আমাদের প্রত্যেক ডাকে!
বিকাশ : 01985100251
আমাদের প্রত্যেকটি পদক্ষেপে আপনাদের সকলের অংশগ্রহণ এবং সহযোগীতা একান্ত কাম্য!
ভলেন্টিয়ার লিঙ্কঃ ফরম পূরণ করুন
No comments